The following poem has been written by a sister of mine whose pen name is given at the end of the poem below.
প্রেম কি চাও তুমি
কহ প্রেম কি চাও তুমি
আরো কি কিছু চাওযার আছে আমার কাছে ।
নিয়েছো তো আমাকেই আমার থেকে
জ্বালায়েছ প্রেমবহ্নি আমার হৃদয়ে আলো হতে ।
আর কি চাও বলো
আমি দিতে রাজি আছি যা কিছু তুমি চাও ।
সবই তো দিয়েছি তোমাকে, আর কিছু যে নেই আমার ।
করেছি উজাড় আপনারে শুধু তোমার জন্য
তুমি কেমন বলো তো ?
যত চেষ্টা করি বুঝতে তোমাকে
ততই গড়িয়ে যায় ।
কে তুমি কীই বা তোমার স্বরূপ
কিছুতেই খুঁজে না পাই ।
তুমি যে মনে হও অনন্ত অপরিসীম
তবু কেন সীমানা বেঁয়ে যাও ।
পার না তুমি সকল সীমানা ছাড়িয়ে যেতে
ভাসিয়ে নিয়ে যেতে তোমার অনন্ত প্রান্তে ।
তাই তো আমি তোমার অনন্ত অপেক্ষায় রইলাম ।
-Parna
4/22/2017 09:02:00 pm
Share:
0 comments: